ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কোটচাঁদপুর থানা জামায়াতের সাধারণ সম্পাদক।
সোমবার (১৫ জুন) দিনগত রাত ১১টার দিকে শহরের বলাবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোয়াবিয়া হুসাইন শহরের বন বিভাগ পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর বাংলানিউজকে জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বলাবাড়ীয়া এলাকায় মিটিং হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মোয়াবিয়া হুসাইনকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় নাশকতার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
জেডএস