ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রায়ের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
রায়ের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ছবি: সংগৃহীত

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে সু্প্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় এর প্রতিবাদে রাজধানীর মগবাজারে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

রায়ের পর মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকা মহানগরী রমনা থানার নেতাকর্মীরা মগবাজার চৌরাস্তায় বিক্ষোভ মিছিলটি করেন।



জামায়াতের ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য আ জ ম কামাল উদ্দিন ও ড. আহসান হাবিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অরো উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান, বনানী থানার সেক্রেটারি সাইফুল ইসলাম, জামায়াত নেতা ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, শিবির নেতা জামিল মাহমুদ, আশ্রাফ উদ্দিনসহ আরো অনেকে।

রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।