ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বুধ-বৃহস্পতি হরতাল দিচ্ছে জামায়াত!

রেজাউল করিম বিপুল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বুধ-বৃহস্পতি হরতাল দিচ্ছে জামায়াত!

ফরিদপুর: মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের রায়েও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহ‍াল রাখার প্রতিবাদে দু’দিনের হরতাল কর্মসূচি দিচ্ছে জামায়াত। আগামী ১৭ ও ১৮ জুন দেশব্যাপী এ হরতাল হবে।



মুজাহিদের ভাই  ও ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আলী আহসান মোহাম্মদ খালেছ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্র থেকে এ বিষয়ে ঘোষণা আসবে।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।