ফরিদপুর: মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের রায়েও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে দু’দিনের হরতাল কর্মসূচি দিচ্ছে জামায়াত। আগামী ১৭ ও ১৮ জুন দেশব্যাপী এ হরতাল হবে।
মুজাহিদের ভাই ও ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আলী আহসান মোহাম্মদ খালেছ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্র থেকে এ বিষয়ে ঘোষণা আসবে।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
জেডএম/