বগুড়া: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃতদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় বগুড়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের নেতৃত্বে এই আনন্দ মিছিল বের করা হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন নবাব, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস,
শহর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান আতা, আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এমবিএইচ/এএ