ঠাকুরগাঁও: নাশকতার আশঙ্কায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের প্রচার সম্পাদক ময়নুল হকসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) রাত থেকে মঙ্গলবার (১৬ জুন) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অপর তিনজন হলেন-জেলা সদরের গড়েয়া ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ খান, শিবির কর্মী ফেরদৌস ও বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের কর্মী তারেক।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন সু্প্রিম কোর্টের আপিল বিভাগ। জামায়াত এর প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হরতালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসআই