ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় আ.লীগের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
খুলনায় আ.লীগের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃতদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় খুলনায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।

খুলনা সদর থানা আওয়ামী লীগ এ মিছিলের আয়োজন করে।

মিছিল শেষে নেতা-কর্মীদের মিষ্টি খাওয়ানো হয়।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মহানগর দলীয় কার্যালয় থেকে সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।