খুলনা: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃতদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় খুলনায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।
খুলনা সদর থানা আওয়ামী লীগ এ মিছিলের আয়োজন করে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মহানগর দলীয় কার্যালয় থেকে সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এমআরএম/এএ