ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
রংপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

রংপুর: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় রংপুরে আলাদা আলাদা আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরীর বেতপট্টি মোড়ের দলীয় কার্যালয় থেকে আলাদ‍া আলাদা মিছিল বের করা হয়।

। মিছিলকারীরা বিভিন্ন সড়ক ঘুরে কাছারি বাজারে গিয়ে একযোগে সমাবেশ করে। সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করা হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, দফতর সম্পাদক তৈহিদুর রহমান টুটুল, জেলা যুবলীগের আহ্বায়ক জুয়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা নবী-উল্লা পান্না, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান প্রমুখ।

বক্তারা বলেন, সকরকার একে একে সব যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে তাদের অঙ্গিকার বাস্তবায়ন করছে। এ সরকারের আমলেই সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এসএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।