ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মুজাহিদের মুক্তি চেয়ে মৌলভীবাজারে প্রচারপত্র বিলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
মুজাহিদের মুক্তি চেয়ে মৌলভীবাজারে প্রচারপত্র বিলি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

মৌলভীবাজার: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মুক্তি চেয়ে মৌলভীবাজার শহরে প্রচারপত্র বিলি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মুক্তি পরিষদ নামে কথিত এক সংগঠনের পক্ষে এ প্রচারপত্র বিলি করা হয়।



এতে লেখা, মুজাহিদকে সরকার অন্যায়ভাবে ৫ বছর  কারাগারে আটকে রেখেছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সরকার তাকে হত্যার উদ্দেশে মানবতাবিরোধী অপরাধে মামলা দায়ের করে শাস্তি দেওয়ার ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আরা হয়েছে তা মিথ্যা ও সাজানো নাটক।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রচারপত্র বিলির খবর শুনেছি। পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।