ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহালের প্রতিবাদে ও হরতাল সমর্থনে ময়মনসিংহে ঝটিকা মিছিল করেছে জামায়াত।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শহরের নতুন বাজার মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ ঝটিকা এ মিছিলে নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর কামরুল আহসান ইমরুল, শহর জামায়াতের কর্ম পরিষদ সদস্য হায়দার করিম, আনোয়ার হাসান সুজন, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, জামায়াতের এ ধরনের কোনো মিছিলের খবর আমার জানা নেই।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
আইএ