ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে জামায়াতের মিছিল, জনতার বাধা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বরিশালে জামায়াতের মিছিল, জনতার বাধা, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: সু্প্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে বরিশালে জামায়াতের বের করা মিছিলে বাধা দিয়েছে স্থানীয় জনগণ।

রায় ঘোষণার পর মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে নগরের রূপাতলী চান্দু মার্কেট এলাকায় বরিশাল-পটুয়াখালি সড়কে মিছিল বের করে জামায়াত কর্মীরা।

এসময় আশপাশের লোকজন মিছিলে বাধা দেয়। পরে তারা ঘটনাস্থল থেকে বায়েজিদ ইসলাম নামে এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।

রায় অবমাননা করে মিছিল করায় স্থানীয়রা বাধা দিয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, আটক বায়েজিদ ইসলাম বরিশাল পলিটেকনিট কলেজের ইলেক্ট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।