ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘জিয়ার আদর্শ না থাকায় বিএনপি সংকটে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
‘জিয়ার আদর্শ না থাকায় বিএনপি সংকটে’ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান

ঢাকা: প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ দলে না থাকায় বিএনপি সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভার আয়োজন করে জিয়া পরিষদ নামে একটি সংগঠন।

কষ্ঠিপাথরের মতো জিয়ার আদর্শবানদের নিয়ে দলকে পুনর্গঠন করে জেগে উঠতে হবে উল্লেখ করে লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, দলের মধ্যে হতাশা ও বিভ্রান্তি থাকতে পারে। তবে সত্যিকারভাবে যদি জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখা যায়, তবে বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারবে। বাকশাল গঠন করার পর দেশে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। সব পত্রিকা বন্ধ করে মাত্র চারটি পত্রিকা ছিল। জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। তিনি তার গুণ দিয়ে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। অর্থনৈতিক, সামাজিকভাবে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তিনি কখনও দুর্নীতি ও স্বজনপ্রীতি করেননি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এমপিপুত্র নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। গুলি করেও ক্ষমতার জোরে  তিনি আবার বলছেন, তার মায়ের হাত অনেক বড়, তাকে কেউ কিছু করতে পারবে না। এতে বোঝা যায়, দেশে বর্তমানে চরম দুর্বৃত্তায়ন চলছে।

মাহবুবুর রহমান বলেন, আজকে দেশের সংকট হচ্ছে দুর্নীতি। এই সরকারের অনেক অর্জন আছে। অনেক ব্যর্থতাও আছে। তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হল দুর্নীতি রুখতে না পারা। দেশের সমস্ত সম্পদ দুর্নীতির মাধ্যমে অন্য দেশে নিয়ে যাবে এটা কখনই হতে পারে না। আমরা এর প্রতিকার চাই। এসময় সেকেন্ড হোম রীতিরও কড় সমালোচনা করেন তিনি।

তিনি দাবি করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিদ্রোহের ফলে দেশে কয়েকদিন সরকার ছিল না। সেসময় দেশে এক সংকটের তৈরি হয়েছিলো। তখন জিয়াউর রহমান সেই সংকট থেকে জাতিকে মুক্ত করেছিলেন।

দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, বর্তমানে সাংবাদিকেরা সৈনিকের মত লড়াই করে যাচ্ছেন অনেক ঝুঁকি নিয়ে। প্রত্যেক সাংবাদিকই যে কোনো সময় সাগর-রুনির মতো পরিস্থিতির স্বীকার হতে পারেন। তারপরও তারা সৈনিকের মত লড়াই করে যাচ্ছেন।

নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্কে তিনি বলেন, তার সফরকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা নিয়ে দীর্ঘদিনের যে সমস্যা ছিল, ইতিপূর্বে অনেকেই এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করেছে, কিন্তু কেউই সফল হতে পারেনি। অবশেষে মোদি ক্ষমতায় এসে সেই সমস্যার সমাধান করতে পেরেছেন। তাই তাকে আমরা অভিনন্দন জানাই।

তবে তিস্তা সমস্যার সমাধান না হওয়ায় বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তিস্তা সমস্যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এ সফরে তিস্তা সমস্যার সমাধান না হলেও আমরা আশায় বুক বেঁধে থাকবো যেন পরবর্তী সময়ে এই সমস্যার সমাধান হয়।
 
জিয়া পরিষদের সভাপতি কবীর মুরাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের সহকারী মহাসচিব আব্দুল্লাহ মাসুদ, ঢাকা মহানগরের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।