ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

শ্যামপুরে সন্ত্রাসের বিরুদ্ধে আ’লীগ-জাপার সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
শ্যামপুরে সন্ত্রাসের বিরুদ্ধে আ’লীগ-জাপার সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শ্যামপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) নেতারা।

ঢাকা-৪ সংসদ সদস্যের কার্যালয়ে হামলা, সন্ত্রাস ও মাদক ব্যবসার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় শ্যামপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা।

তিনি বলেন, জাতীয় পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। কোনও সন্ত্রাস আমাদের প্রগতির ধারাকে থামাতে পারবে না। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে হাতেগোনা কয়েকজন এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবে সরকার।

এ সময় কদমতলী আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানজিদা খানমকে উদ্দেশ্য করে বলেন, তিনি আওয়ামী লীগের কেউ না। তিনি সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।

এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লাহ, শ্যামপুর ইউনিয়ন জাপার আহ্বায়ক সুলতানা আহমেদ লিপি, ঢাকা মহানগর দক্ষিণ জাপার সদস্য সুজন দে, মাশুক রহমান, শ্যামপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মোতালেব মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এফবি/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।