ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বান্দরবান মহিলা আ.লীগের সভাপতি জোহরা, সম্পাদক তিংতিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বান্দরবান মহিলা আ.লীগের সভাপতি জোহরা, সম্পাদক তিংতিং

বান্দরবান: বান্দরবান জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জোহরা বেগম চৌধুরীকে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তিংতিং ম্যা মারমাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।



মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশারফ প্রধান অতিথি ছিলেন।

মহিলা লীগ নেত্রী জোহরা বেগম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগের সহসভানেত্রী সাফিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম, ইয়াছমিন হোসেন, প্রচার সম্পাদক শিরিন রুখসানা, দফতর সম্পাদক কামরুন্ননেছা মান্নান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শিখা চক্রবর্তী, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক খুরশিদা ইসহাক, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তিংতিং ম্যা মারমা প্রমুখ।

এছাড়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।