সাভার (ঢাকা): আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভারে শ্রমিক লীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের মধ্যে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে থানা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ নামে একটি ভাস্কার্য শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ওই প্রতিষ্ঠানের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, আনন্দপুর মহল্লার ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কবির ও সৈনিক লীগ নেতা নুরুল ইসলামের মধ্য কথা কাটাকাটি হয়।
এ সময় নুরুল ইসলামের লোকজন কবিরের উপর হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এমজেড/