ঢাকা: বিপদে পড়লে বাঁচার জন্য আওয়ামী লীগই সন্ত্রাস ও জঙ্গি তৈরি করে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (১৬ জুন) রাতে নোয়াখালী আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
আওয়ামী লীগকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেই হবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগই সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরি করে। তারাই এর সঙ্গে জড়িত। তারা যখন বিপদে পড়ে তখন দেশি-বিদেশিদের বোঝানোর চেষ্টা করে, সন্ত্রাস দমনে ব্যাপক কাজ করছে তারা। নিজেরাই আনসারুল্লা-রহমতউল্লা নাম দিয়ে জঙ্গি সংগঠন করে, নিষিদ্ধও করে। বোঝানোর চেষ্টা করে সন্ত্রাস দমন করছে। মূলত এসবই তাদের বানানো ও ভুয়া।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, উনি (শেখ হাসিনা) নিজেই হত্যা-খুনের সঙ্গে জড়িত। আওয়ামী লীগই হত্যা-খুন ও সন্ত্রাস করে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিএনপি নেতারা গুম-খুন হয়েছেন তারই নির্দেশে।
তাদের (আওয়ামী লীগ) লুটতরাজ ও দুর্নীতিতে সারাদেশের মানুষ অতিষ্ঠ। তাদের এই চরিত্রের কারণেই স্বাধীনতার ২২ বছর পর ক্ষমতায় এসেছে। এবার ক্ষমতা থেকে গেলে টুকেরো টুকরো হবে আওয়ামী লীগ। পরিণত হবে মুসলিম লীগে।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়াসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এমএম/এসইউজে/এসএস
** নোয়াখালী আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে খালেদার বৈঠক