ঢাকা: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালবাগে শেখ শাহেব বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মহানগরীর শূরা সদস্য ও থানা জামায়াতের আমির আবু আনাফ আব্দুল্লাহ এবং শিবির নেতা মোহাম্মদ হিমেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে জামায়াত।
মহানগরীর শুরা সদস্য ও খিলগাও থানা আমির সগির বিন সাঈদের নেতৃত্বে খিলগাওয়ের সিপাহীবাগ, জামায়াত নেতা আব্দুল বারীর নেতৃত্বে বাসাবো, নাসির উদ্দিনের নেতৃত্বে যাত্রাবাড়ি, ইসমাঈলের নেতৃত্বে রাজধানীর দনিয়া, মহানগরীর শুরা সদস্য আবু আব্দুল্লাহর নেতৃত্বে রাজধানীর ইসলামপুর ও বাবুবাজার এলাকা, জামায়াত নেতা রাশেদ সিদ্দিকী, আমির হোসেন ও গোলাম মাওলার নেতৃত্বে বংশাল এলাকায়, মহানগরীর কর্মপরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মহানগরী মজলিসে শুরা সদস্য শফিউর রহমানের নেতৃত্বে মোহাম্মদপুরের তাজমহল রোড, ঢাকা মহানগরী শুরা সদস্য এম এ মান্নান, অ্যাডভোকেট সান্টুর নেতৃত্বে রাজধানীর উত্তরা, ঢাকা মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কাফরুল থানা জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল করিমের নেতৃত্বে মিরপুরের বিআরটিএ সড়কে এবং জামায়াত নেতা সাইফুলের নেতৃত্বে বনানী এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এলকে/এসএস