বগুড়া: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায়, এর প্রতিবাদে জামায়াতের ডাকা ২৪ ঘণ্টা হরতালের সমর্থনে বগুড়া শহর এলাকার তিনটি পয়েন্টে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
এসময় শহরের নামাজগড় এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
এদিকে, হরতালে নাশকতার আশঙ্কায় জেলার শেরপুর উপজেলা থেকে আব্দুল কুদ্দুস ওরফে ইদ্রিস (৩৮) নামে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ বলে দলীয়সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) কঠোর পুলিশি নিরাপত্তা এড়িয়ে কৌশলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাত পৌনে ৮টায় শহরের গোহাইল রোড, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নামাজগড় এলাকা ও ৬টার দিকে সাবগ্রাম এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন।
এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় ও নামাজগড় এলাকায় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন।
বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে জামায়াতের ওই নেতাকে আটকের কথা স্বীকার করে জানান, জামায়াতের ডাকা বুধবারের হরতাল সামনে রেখে পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন মোড়ে চেক পোষ্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের দেহ তল্লাশি করা হচ্ছে। তবে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার ঘটনা তার জানা নেই।
বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এমবিএইচ/এসএস