গাজীপুর: জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতালে নাশকতা হতে পারে এমন অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।
গাজীপুর জেলা পুলিশেরে বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা সদর জয়দেবপুর থানা পুলিশ ৪ জন, শ্রীপুর থানা পুলিশ ২জন ও কালিয়াকৈর থানা পুলিশ ২জন জামায়াত-শিবির কর্মী নাশকতা করতে পারে এমন অভিযোগে তাদের আটক করে।
এদিকে হরতাল চলাকালে সারা জেলায় দূরপাল্লার যান ছাড়া সকল ধরণের পরিবহন চলছে। রাস্তায় পথচারীর সংখ্যাও বাড়ছে। অফিস আদালত খুলেছে। শিল্প প্রতিষ্ঠানে নিয়মিত কাজ কর্ম চলছে। অনেকদিন পর হরতাল হওয়ায় ভীতি ও আতেঙ্ক জনমনে কিছুটা প্রভাব পড়েছে।
যুদ্ধাপরাধ মামলায় জামায়তের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মোজাহিদকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার প্রতিবাদ ও দলের সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতালের ডাক দেয় জামায়াত।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
বিএস