ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মৌচাকে হরতালের সমর্থনে মিছিল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
মৌচাকে হরতালের সমর্থনে মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর মৌচাকে মিছিল করেছে রমনা থানা জামায়াতের নেতাকর্মীরা।

বুধবার (১৭ জুন) সকাল ৮টায় মৌচকা এলাকায় রমনা থানা জামায়াত সেক্রেটারি এম জে রহমানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।



রমনা থানা জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী পূর্ব শিবির সেক্রেটারী সিয়াম রেজা, জামায়াত নেতা এম ইউ আলী, আতাউর রহমান সরকার, মুস্তাফিজুর রহমান প্রমুখ। মিছিলটি মৌচাক থেকে শুরু হয়ে ওয়্যারলেসে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন- আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ঢালাও অভিযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। একের পর এক জামায়াত নেতৃত্বকে বিচারিক হত্যা করে এদেশের মাটি থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ। এই বাংলার মাটিতে তাদের সকল অন্যায় অবিচারের বিচার একদিন হবে।
 
ষড়যন্ত্রমূলক মামলায় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করার প্রতিবাদ ও আটককৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালের ডাক দেয় জামায়াত।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।