ঢাকা: হরতাল সমর্থনে রাজধানীর খিলক্ষেত, কাফরুল, তেজগাঁও, রমনায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
জামায়াতের ঢাকা মহানগরীর প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর খিলক্ষেতে হরতাল সমর্থনে বুধবার (১৭ জুন) সকাল ৬টায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমির এমএ মান্নানসহ অন্যরা।
সকাল সাড়ে ৬টায় কাফরুলে মিছিল করে কাফরুল থানা জামায়াত। থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন, মো. সেলিম খলিফা, খান হাবীব মোস্তফা, তৌফিকুল হক প্রমুখ।
থানা সেক্রেটারি শেখ নেয়ামুল করিমের নেতৃত্বে প্রায় একই সময়ে রাজধানীর তেজগাঁওয়ে মিছিল ও পিকেটিং করেছে তেঁজগাও থানা জামায়াত। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম, ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।
এছাড়া রাজধানীর রমনায়ও মিছিল করেছে জামায়াত কর্মীরা।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে বুধবার (১৭ জুন) দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
পিআর/জেডএস