ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে জামায়াতের মিছিল, গাড়ি ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
গাজীপুরে জামায়াতের মিছিল, গাড়ি ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: জামায়াতের ডাকা হরতালের সমর্থনে গাজীপুরে মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে।



বুধবার (১৭ জুন) সকাল সোয়া ৯টার দিকে গাজীপুর মহানগরীর গাছার হারিকেন এলাকায় ওই ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে হঠাৎ একটি মিছিল দ্রুত গতিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বের হয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচ‍ুর করে দ্রুত মিছিলকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও কাউকে আটক করতে পারেন।

জামায়াতের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাজীপুর মহানগরীর অর্থ সম্পাদক মিজানুর রহমান আরিফ, টঙ্গি থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহিউদ্দিন,গাছা থানা শিবির সভাপতি ও অন্যন্য নেতৃবৃন্দ।

যুদ্ধাপরাধ মামলায় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদ ও আটককৃত জামায়াতের সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালের ডাক দেয় জামায়াত।
 
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।