ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ৩০ কর্মীসহ আটক ৫৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ৩০ কর্মীসহ আটক ৫৪

সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপির ৩০ কর্মীসহ ৫৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাত থেকে বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিদের মধ্যে জামায়াতের ২৪, শিবিরের চার ও বিএনপির দুই কর্মী রয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সু্প্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালের কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরায়।
 
হরতালের সমর্থনে জেলার কোথাও মিছিল, মিটিং বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

দোকান-পাট, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও ভোমরা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি।

স্বাভাবিক রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যানবাহন চলাচল।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।