ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
ময়মনসিংহে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

ময়মনসিংহ : ময়মনসিংহে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- হালুয়াঘাটের জামায়াত কর্মী ইসমাইল হোসেন, ত্রিশাল উপজেলার মুক্ষপুর ইউনিয়ন জামায়াতের শুরা সদস্য কামরুজ্জামান ও মোস্তফা, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের মো.বরকত উল্লাহ, সদর উপজেলার দিগারকান্দা এলাকার একটি এতিমখানা থেকে জামায়াত কর্মী নুরুজ্জামান ববি ও দু’শিবির কর্মী মো. সোহাগ এবং মোস্তফা কামাল ও ধোবাউড়া উপজেলা থেকে জামায়াত কর্মী বকুল মিয়া।

বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) নুরে আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।