ঢাকা: রাজনৈতিক ও পেশাজীবিদের সম্মানে লেবার পার্টির (৩০ জুন) দেওয়া ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাব কনভেনশন হলে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।
বুধবার (১৭ জুন) সকালে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইফতার পার্টিতে আমন্ত্রিত রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবি ও দেশপ্রেমিক বুদ্ধিজীবিবর্গ ও লেবার পার্টির জেলা-মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
বিএস