ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলে আগ্নেয়াস্ত্র ও ১৯ ককটেল উদ্ধার, আটক ৩৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
নড়াইলে আগ্নেয়াস্ত্র ও ১৯ ককটেল উদ্ধার, আটক ৩৪

নড়াইল: নড়াইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, পাইপগান, ১৯টি ককটেল, বন্দুকের পাঁচ রাউন্ড গুলি ও লিফলেট উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাত থেকে বুধবার (১৬ জুন) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।



এদিকে, নাশকতার আশঙ্কায় রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ ৩৪ জনকে আটক করে পুলিশ। পরে বেলা ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, পুলিশি অভিযানে সদর উপজেলার ভান্ডারিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, ১৫টি ককটেল ও জামায়াতের লিফলেট উদ্ধার করা হয়। পরে লোহাগড়া থানা পুলিশ লক্ষ্মীপাশা এলাকা থেকে আরো চারটি ককটেল ও বন্দুকের পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে। অপরদিকে, কালিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।