ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে নিরুত্তাপ হরতাল: আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
সিলেটে নিরুত্তাপ হরতাল: আটক ৭

সিলেট: কোনো ধরনের উত্তাপ ছাড়াই সিলেটে চলছে জামায়তের ডাকা ২৪ ঘণ্টার হরতাল। হরতালে দোকানপাট যথারীতি খোলা রয়েছে, রাস্তায় যান চলাচলও রয়েছে স্বাভাবিক।



বুধবার (১৭ জুন) সকাল সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও বেলা ১১টা পর্যন্ত হরতালের সমর্থনে জামায়াত-শিবির নেতাকর্মীদের কোথাও পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে বুধবার (১৭ জুন) দেশব্যাপী ২৪ ঘণ্টার হারতাল আহ্বান করে জামায়াত।  

আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার কারণে সিলেটে মাঠে নামতে পারেনি জামায়াত-শিবির কর্মীর। কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো ধরনের উত্তাপ ছাড়াই চলছে জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতাল।

সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, সকালে থেকে হরতালে নগরীর কোথাও কোনো ধরণের বিশৃঙ্খলা হয়নি। এরপরও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বাংলানিউজকে বলেন, হরতালে জেলার কোথাও কোনো ধরণের বিশৃঙ্খলা হয়নি। তবে, মঙ্গলবার (১৬ জুন) রাত থেকে বুধবার (১৭ জুন) বেলা ১১টা পর্যন্ত জামায়াত-শিবিরের পদবীধারী সাত জনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।