গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) গভীররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (১৭ জুন) সকালে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
আটক নেতাকর্মীরা হলেন-পাটগাতী ইউনিয়ন যুবদল সভাপতি রেজাউল শেখ (২৬), যুবদল কর্মী রবিউল শেখ (২৮) ও ছাত্রদল কর্মী সোহাগ সরদার (২৩)। এদের সবার বাড়ি টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী গ্রামে।
টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ওই এলাকায় তারা সন্দেহজনকভাবে ঘোরা-ফেরা করছিল।
জামায়াতের ডাকা হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় পুলিশ তাদের আটক করে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
আরএ/