ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রভাব নেই রাজধানীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
হরতালের প্রভাব নেই রাজধানীতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশব্যাপী জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতাল বুধবার ভোর ছয়টা থেকে শুরু হলেও দুপুর পর্যন্ত রাজধানীর কোথাও হরতালের তেমন প্রভাব দেখা যায় নি। বরং বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে  গণপরিবহনের সংখ্যা যেনো আরও বাড়ছে।

পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যা চোখে পড়ার মতো।

নিত্যদিনের মতোই রাজধানীর বিভিন্ন সড়কে প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটর সাইকেল চলতে দেখা যায়। কোথাও কোথাও তো দেখা গেছে প্রতিদিনের মতোই যানজট চিত্র।

বুধবার(১৭ জুন’২০১৫) ভোর থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে  রাজধানীর মৌচাক,মালিবাগ,রামপুরা, মেরুল বাড্ডা, বনশ্রী এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

হরতালের মধ্যেও ব্যক্তিগত গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া প্রসঙ্গে প্রাইভেটকার চালক মেহেদি হাসান  বাংলানিউজকে বলেন, ‘প্রশাসনের তৎপরতায় ঢাকায় এখন আর আগের মতো হরতালের  ভয়াবহ দৃশ্য দেখা যায়  না। রাস্তার প্রতিটি মোড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে। তাই গাড়ি নিয়ে বের হতে ভয় কাজ করেনি। তাছাড়া আপনি নিজেইতো দেখছেন আমি একা না, অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হইছে। ’

কথা বলছিলাম ছালছাবিল পরিবহনের চালক ইদ্রিস আলীর সাথে। তিনি বাংলানিউজকে বলেন, ‘আগে হরতালে গাড়ির  মালিকরা রাস্তায় গাড়ি বাইর করতে ভয় পাইতো। কারণ পাবলিক ডরে ঘর থেইক্যা বাইর হইতো না,আর যাত্রীও পাইতাম না। কিন্তু এখন আর সেইদিন নাই। মানুষ এহন আর হরতাল-অবরোধে ডরায় না। তাছাড়া পুলিশ, র্যাবতো আছেই। ঝামেলার ভয় নাই। তাই গাড়ি নিয়া রাস্তায় বাইর হইছি। ’

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুন ১৭,২০১৫
এলকে/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।