রংপুর: দেশব্যাপী জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতাল বুধবার (১৭ জুন) ভোর ছয়টা থেকে শুরু হলেও, দুপুর পর্যন্ত রংপুর নগরীতে এর কোনো প্রভাব দেখা যায়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।
হরতালে সকাল থেকে নগরীর দোকানপাট খোলা রয়েছে। মহাসড়কে পণ্য ও যাত্রীবাহী বাস চলাচল করেছে।
স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক, বিমা, দোকানপাট খোলা রয়েছে।
সকালে রংপুর নগরীর মাহীগঞ্জসহ কয়েকটি এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।
এদিকে, নাশকতার অভিযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, মহানগরীসহ পুরো জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসএইচএস/জেডএস