ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগকে ‘জঙ্গিবাদী’ বলা খালেদার ‘কৌতুক’

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
আ.লীগকে ‘জঙ্গিবাদী’ বলা খালেদার ‘কৌতুক’ ছবি: দীপু/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘জঙ্গিবাদ আওয়ামী লীগের সৃষ্টি’, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ মন্তব্য জাতির সঙ্গে ‘কৌতুক’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
বুধবার (১৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান সরকারের উন্নয়ন ও বিএনপির অপরাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


 
হাছান মাহমুদ বলেন, গতকাল (১৬ জুন) খালেদা জিয়া জাতির সঙ্গে একটি কৌতুক করেছেন। তিনি নিজে জঙ্গিবাদের নেত্রী ও প্রধান পৃষ্ঠপোষক হয়ে বলেছেন, জঙ্গিবাদ না কি আওয়ামী লীগের সৃষ্টি! খালেদা জিয়া শুধু দেশের জঙ্গিবাদই নয়, আন্তর্জাতিক জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত।

এসময় রাজনৈতিক দৃশ্যপট থেকে তাকে সরিয়ে জঙ্গিবাদ বন্ধ করতে আহ্বান করেন হাছান মাহমুদ।
 
তিনি বলেন, বিএনপি শেষ হয়ে যায়নি, এ কথা বলে খালেদা জিয়া প্রকৃতপক্ষে বুঝিয়েছেন, বিএনপি এখন লাইফসাপোর্টে আছে।
 
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, গতকাল (মঙ্গলবার) শীর্ষ এক যুদ্ধাপরাধীর ফাঁসির রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর পরিপ্রেক্ষিতে জামায়াত হরতাল ডেকেছে।

খালেদা জিয়া গতকাল (১৬ জুন) পরোক্ষভাবে এ হরতালকে সমর্থন দিতে মিডিয়ার সামনে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি।
 
জঙ্গিবাদ সৃষ্টির জন্য আওয়ামী লীগকে দায়ী করায় খালেদা জিয়ার উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির সময় সরকারের মূল শক্তি জঙ্গিদের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। আর বাংলাদেশে জঙ্গিবাদের গডফাদার তারেক রহমান।
 
বিএনপির বহু নেতা মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করছেন জানিয়ে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বলেন, তারা (বিএনপি নেতা) বলছেন, তারা আর বিএনপিতে নেই, ভালো হয়ে যাবেন।
 
জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় বিষয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর শীর্ষ এ রাজাকারের ফাঁসি যথাযথ নিয়ম মেনে কার্যকর করা হবে। যে গতিতে আপিল শুনানি চলছে, সেই গতিতে শুনানি চললে অনুমান করতে পারি এ সরকারের মেয়াদে শীর্ষ সব রাজাকারের আপিলের রায় নিষ্পত্তি হবে।
 
বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংকের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাদির।
 
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ, এম এ করিম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫

টিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।