ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বহির্বিশ্বও জানে বিএনপি জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
বহির্বিশ্বও জানে বিএনপি জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। এটা শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

বহির্বিশ্বও জানে বিএনপি জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে জাতীয় পার্টি, বিএনপি, ওয়ার্কার্স পার্টি এবং জাসদ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

হানিফ বলেন, খালেদার সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদি বলেছেন, ভারত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। অন্য কোনো দলকে নরেন্দ্র মোদি এ কথা বলেননি। শুধু বিএনপিকেই এ কথা বলেছেন। এর কারণ কী? এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদের দল।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতার ওপর ভিত্তি করে। মোদির সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপি বলেছিল তারা ভারত বিরোধী নয়। নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানোর জন্য খালেদা জিয়া এমন কথা বলেছেন।
 
তিনি বলেন, বিএনপি-জামায়াত পাকিস্তানি ভাবাদর্শে বিশ্বাস করে। তারা সন্ত্রাস ও নাশকতা থেকে বের হয়ে আসতে পারবে না। তারা মুদ্রার এপিঠ -ওপিঠ। এ জন্যই বিএনপি জামায়াতে ছাড়তে পারবে না।
 
দেশ সরকার নয়, পুলিশ প্রশাসন দেশ চালাচ্ছে এমন প্রশ্নের জবাবে মহাবুব-উল-আলম হানিফ খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, নেত্রীর ব্যর্থতা ঢাকার জন্য এখন তিনি নানা ধরনের কথা বলছেন। মিথ্যাচার করছেন। নেতৃত্বে ভুল সিদ্ধান্তের জন্য দলের মধ্যে নেতৃত্বের বিরুদ্ধে কথা উঠেছে। তার দলের নেতাদের কথাতে ও ফোনালাপে নেতৃত্বে ব্যর্থতার অওয়াজ উঠেছে। অনেকে তাকে নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কথাও বলেছেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির প্রস্তুতি নিতে এ যৌথ সভার আয়োজন করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, অসিম কুমার উকিল, মৃণাল কান্তি দাস, আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং কামরুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকায় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করেই কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানান হানিফ।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫ /আপডেট: ১৯২৫
এসকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।