ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বাকৃবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
বাকৃবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে এবং শাখা ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই)  দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে একটি মিছিল বের হয়।



মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জব্বারের মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিল-সমাবেশে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বিজয় কুমার বর্মণ, ওয়াহাব রিন্টুসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা জামায়াতের ডাকা হরতালের নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে বাকৃবি শাখা ছাত্রলীগের বিরুদ্ধে বিএফআরআইয়ের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।