ঢাকা: প্রয়াত রাজনীতিক শেখ রাজ্জাক আলী ছিলেন সৎ, যোগ্য ও গণতন্ত্রমনা ব্যক্তি। সততার সঙ্গে তিনি রাজনীতি করে গেছেন।
বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘শেখ রাজ্জাক আলী স্মরণ সভা’য় বক্তারা এসব কথা বলেন।
সভায় বিকল্প ধারার মহাসচিব এম এ মান্নান বলেন, শেখ রাজ্জাক আলী জাতীয় সংসদের স্পিকার ছিলেন। তিনি ছিলেন নিরপেক্ষ। তিনি সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য করতেন না। উনি যেভাবে বিরোধী দলকে সুযোগ দিতেন, তাতে প্রমাণ করে গণতন্ত্রের প্রতি তার আস্থা ছিল অনেক।
তিনি বলেন, পরবর্তীতে শেখ রাজ্জাক আলীকে দেখেছি একজন যোগ্য রাষ্ট্রদূত হিসেবে। তিনি একজন উচ্চমানের আইনজীবীও ছিলেন।
এম এ মান্নান বলেন, বর্তমানে যে রাজনীতি চলছে তাতে গণতন্ত্র নেই। রাজনীতিতে করুণ অবস্থা বিরাজ করছে। এ জন্য আমি সরকারি দল ও বিএনপিকে দায়ী করছি। তারা পারিবারিক শাসনে বিশ্বাস করে, জনগণের শাসনে বিশ্বাস করে না।
সভায় সাংবাদিক আমানুল্লাহ কবীর বলেন, যারা বিএনপি করেন তারা একের পর এক ভুল করে যাচ্ছেন। আজ এ ভুলের খেসারত দেশের সব মানুষকে দিতে হচ্ছে।
তিনি বলেন, আজ বিরোধী দল নির্ধারণ হচ্ছে গণভবনে বসে। কে কোন চেয়ারে বসবে তা সেখান থেকে নির্ধারণ হয়ে থাকে বলে মন্তব্য করেন তিনি।
আমানুল্লাহ কবীর বলেন, শেখ রাজ্জাক আলী একজন সত্যবাদী, সৎ ও সাহসী রাজনীতিবিদ ছিলেন। তার মতো রাজনীতিক আমাদের দরকার।
স্মরণ সভার আয়োজক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন স্মরণ সভায় সভাপতিত্ব করেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘন্টা, জুন ১৭, ২০১৫
টিএইচ/কেএইচ/