ঢাকা: বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
বুধবার (১৭ জুন) বিকেলে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) দ্রব্যমূল্য বৃদ্ধি এবং খাদ্যে ভেজালের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি ।
সিপিবি সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সারাবছরই জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু রমজান মাসে এ বৃদ্ধি অস্বাভাবিক হয়ে পড়ে। সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। কিন্তু সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করছে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল ঠেকাতে সরকার কোনো ভূমিকা রাখছে না। মুক্তবাজার অর্থনীতির কারণে লুটপাটতন্ত্র সর্বত্র জেঁকে বসেছে। লুটপাটতন্ত্র, দলতন্ত্র, পরিবারতন্ত্র ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।
দ্রব্যমূল্য বাড়ার বিষয়টি অসাধু সিন্ডিকেট ও সরকারের বোঝাপড়ার ফল বলে মন্তব্য করেন কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ। এসময় তিনি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
সমাবেশ শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে সিপিবি-বাসদ। মিছিলটি পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এইচআর/এএ