ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পুলিশকে থাপ্পড়, বিএনপি নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
পুলিশকে থাপ্পড়, বিএনপি নেতা আটক ছবি : প্রতীকী

ময়মনসিংহ: পুলিশকে থাপ্পড় মারার অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পৌর বিএনপি’র সভাপতি ফিরোজ আহাম্মেদ ভুলুকে আটক করেছে পুলিশ।

আটকের পর বুধবার (১৭ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে মদ্যপান করে পৌর এলাকায় ঘোরাঘুরি করছিলেন স্থানীয় পৌর বিএনপি’র সভাপতি ফিরোজ আহাম্মেদ ভুলু। এ সময় সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের টহল টিম এগিয়ে গেলে তিনি ওই এসআইকে থাপ্পড় মারেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, আসাদুজ্জামানকে থাপ্পড় মেরে দ্রুত শহরের স্টেশন রোডস্থ বাসায় চলে গেলে সেখানে পুলিশ অভিযান চালিয়ে বুলুকে আটক করে।

এ সময় তার বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার সকালে সরকারি কাজে বাধাদান ও মদ্যপানের অভিযোগে ফিরোজ আহম্মেদ বুলুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি বোরহান উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘন্টা, জুন ১৭, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।