সিলেট: সিলেটে পৌছে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ বৈঠক চলছে।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা ৫ মিনিটে যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতির বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানান।
তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যাত্রাবিরতিকালে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে এ বৈঠকে মিলিত হন।
যুক্তরাজ্য সফর শেষে বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১২টা ২০ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বহনকারী যাত্রীদের সিলেটে নামিয়ে ফ্লাইটটি এক ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়বে।
এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ জেলা ও মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ মর্যাদার নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এনইউ/জেডএম