ঢাকা: বৃহস্পতিবার সকালে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে ট্রাফিক আইন ভঙ্গ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
রাজধানীর ব্যস্ত সড়কে ট্রাফিক নির্দেশনা তোয়াক্কা না করে উল্টোদিকের সড়ক ব্যবহার করে চলে যায় তার গাড়ির বহর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে উল্টোপথে যায় খালেদা জিয়ার গাড়ি।
একজন প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে টেলিফোনে জানান, হঠাৎ করেই গাড়ির বহর সড়কদ্বীপের উল্টোদিকে চলে যায় এবং কোন বাধা না মেনেই সামনে এগুতে থাকে।
খালেদা জিয়ার নিজস্ব সিকিউরিটির লোকেরা বাঁশি বাজিয়ে হুলুস্থুল পরিস্থিতি তৈরি করে এ কাজ করে বলে বাংলানিউজকে জানান একজন প্রত্যক্ষদর্শী।
এর ফলে মহাখালী ফ্লাইওভার থেকে ফার্মগেট পর্যন্ত পুরো এলাকায় যান চলাচল প্রক্রিয়া এলোমেলো হয়ে যায়। যা হাজার হাজার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময় ১১০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমএমকে