ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

তৃণমূলে দল শক্তিশালী করার তাগিদ প্রধানমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
তৃণমূলে দল শক্তিশালী করার তাগিদ প্রধানমন্ত্রীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে যুক্তরাজ্য সফর শেষে ঢাকায় ফেরার পথে সিলেট ওসমানী বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি এ তাগিদ দেন।



বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বাংলানিউজকে বলেন, সিলেটে অবস্থানকালে প্রধানমন্ত্রী সিলেটসহ দেশবাসীকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা জানান।

তিনি (প্রধানমন্ত্রী) ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারী রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রুপা হক এর বিজয়কে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল একটা অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন। তাদের মাধ্যমেই যুক্তরাজ্যে সংবর্ধিত হন প্রধানমন্ত্রী। ওই সংবর্ধনা সভায় কনজারভেটিভ পার্টির অন্য এমপিসহ সব শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, অশুভ শক্তি গণতান্ত্রিক প্রক্রিয়া ও উন্নয়ন যাতে বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেন।

বিগত সময়ে সিলেটে উন্নয়ন হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে সিলেট অঞ্চলসহ দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই আরো যাতে কোনো অশুভশক্তি উন্নয়নের পথে অন্তরায় না হয় সেদিকে নেতাকর্মীদের মনোযোগের নির্দেশ দেন তিনি।

প্রধামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বাংলানিউজকে বলেন, সরকারের সাফল্যের দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শান্তিচুক্তি, সমুদ্র বিজয়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়ন সাধন করেছে। তাছাড়া ভুটান-নেপালসহ ভারতের সঙ্গে বাস সার্ভিস চালুর মাধ্যমে সিলেট অঞ্চল যোগাযোগ ব্যবস্থায় আরো এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
Sheikh_Hasina_01
মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দেশের উন্নয়নের অবদান স্বরূপ আমি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব উত্থাপন করলে তিনি (প্রধানমন্ত্রী) ব্রিটেনের নির্বাচনে বিজয়ী তিন কন্যাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করতে বলেন এবং সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে এজন্য কোনো দিন-তারিখ নির্ধারণ করে দেওয়া হয়নি।

বৈঠকে এ দু’জন ছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, হবিগঞ্জের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা ৫ মিনিটে যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময়  সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানান। প্রায় এক ঘণ্টা যাত্রা বিরতির পর বেলা ১১টা ১২ মিনিটের দিকে বিমানের ফ্লাইটে তিনি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এনইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।