ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির এ্যানীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
বিএনপির এ্যানীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে চার্জশিটের (অভিযোগপত্র) সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার কমিশন মামলার চার্জশিটের অনুমোদন দেয়।



অনুমোদনের বিষয়ে বাংলানিউজকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার  ভট্টাচার্য্য।

তিনি বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় দুদক চার্জশিটের অনুমোদন দিয়েছে।

দুদক সূত্র জানায়, মামলার চার্জশিটে এ্যানীর বিরুদ্ধে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলাটির তদন্ত করেছেন দুদকের উপপরিচালক মাহবুব  আলম। দুদকের এ কর্মকর্তা বাদী হয়ে যে কোনো সময় আদালতে চার্জশিট পেশ করবেন।

এর আগে গত বছরের ৯ অক্টোবর দুদকের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে  রমনা থানায় মামলা (মামলা নম্বর ১৪) দায়ের করেছিলেন। মামলায়ও একই পরিমাণ সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এডিএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।