ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার হাত থেকে রাজনীতি বাঁচাতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
খালেদার হাত থেকে রাজনীতি বাঁচাতে হবে

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী ও জঙ্গিদের দোসর খালেদা জিয়ার হাত থেকে রাজনীতি রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।



জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশটির আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এখন ইবলিশের দায়িত্ব পালন করছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, বিশ্বের যেকোনো স্বাধীনতা বিরোধীদের ভূমিকা পালনকারীদের রাজনীতি করার অধিকার থাকে না। তাই বাংলার মানুষের এখন একটাই দাবি মুক্তিযুদ্ধের সময় যারা দেশের স্বাধীনতার বিরোধী ছিল তাদের বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।

সমাবেশে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শফিকুর রহমান বলেন, জামায়াত বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল। তাই যেভাবেই হোক তাদেরকে নিষিদ্ধ করতে হবে।

‘আনসারুল্লাহর জন্মদাতা আওয়ামী লীগ’ খালেদা জিয়ার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়ার মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর কেউ নেই। ইবলিশও এতোবড় মিথ্যা কথা বলতে পারে কি-না আমি জানি না।

এ সময় আনসারুল্লাহ বাংলাটিমকে ২০ দলীয় জোটের নতুন সংস্করণ বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের উপ কমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার, এমএ করিমসহ আরও অনেকে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এলকে/এসএন/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।