ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দায়রা আদালতে দুদু-রিজভীর জামিন আবেদন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
দায়রা আদালতে দুদু-রিজভীর জামিন আবেদন নামঞ্জুর

ঢাকা: রাজধানীর পল্টন থানায় দায়ের করা ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন‘২০১৫) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা তা নাকচ করে দেন।



ফখরুলের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিন নামঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর পল্টন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ওই মামলাটি দায়ের করা হয়।

রাজধানীর মিরপুর থেকে গত ১১ জানুয়ারি রাত ৯টায় দুদুকে  ও ৩০ জানুয়ারি রিজভীকে আটক করে পুলিশ। তারা বর্তমানে কারাগারে আটক আছেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমআই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।