ঢাকা: বঙ্গবন্ধু এভিনিউ’র পুরাতন আওয়ামী লীগ অফিস ভেঙ্গে আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হবে। ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) ভবনের আদলে এই ভবন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে।
ঐতিহ্যবাহী এই দলটি দীর্ঘ দিন ধরে পুরাতন ভাড়া করা ভবনে তাদের অফিস কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র এই জায়গা আওয়ামী লীগ কিনে নেয়।
এখন নিজস্ব জায়গায় আধুনিক ভবন তৈরি করে বৃহৎ পরিসরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেই দলের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়। দলীয় সভাপতি শেখ হাসিনাও মতামত দিয়েছেন উন্নত ভবন তৈরি করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার।
বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মালয়েশিয়ার ইউএমএনও ভবনের মতো উন্নত ভবন তৈরি করা হবে। এখানে মহানগর আওয়ামী লীগের অফিস থাকবে। অঙ্গ ও সহযোগী সংগঠনেরও আলাদা অফিস করা হবে। এছাড়া বাকি অংশ ভাড়া দিয়ে দলের জন্য অর্থ উপার্জন করা হবে।
বর্তমানে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ মহানগর আওয়ামী লীগের অফিস হিসেবে পরিচালিত হচ্ছে। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমও পরিচালিত হয় এখানে। তবে পুরাতন এই ভবনটিতে বৃহৎ এই দলটির সাংগঠনিক কার্যক্রম চালাতে অনেকটাই সমস্যা হচ্ছিল।
দলীয় সূত্র থেকে জানা গেছে, ধানমন্ডি ৩ নম্বরে দলের সভাপতির কার্যালয় আগের মতোই থাকবে। সেখানে সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাদের নিয়ে কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা করবেন। আর মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস করা হবে এই ভবনে।
বর্তমানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ তাদের কার্যক্রম পরিচালনা করছে। ভাতৃপ্রতীম সংগঠন হিসেবে পরিচালিত হচ্ছে ঐতিহ্যবাহী ছাত্রলীগ। এছাড়া সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ তাদের কার্যক্রম পরিচালনা করছে।
আওয়ামী লীগের দলীয় সূত্র থেকে জানা গেছে, ঢাকার কে এম দাশ লেনের রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩ জুন আত্মপ্রকাশ করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এরপর ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক চেতনায় দলের নাম আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ করা হয়। ১৯৬৪ সালে ২৫ জানুয়ারি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাঙালি জাতির মুক্তির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনডিএফ থেকে বেরিয়ে দলকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব কাঁধে তুলে নেন।
তোফায়েল আহমেদ জানান, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্র কাননে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়, বঙ্গবন্ধুর চেতনা ছিল সেই স্বাধীনতা আবার ফিরিয়ে আনা। বঙ্গবন্ধু সেই স্বাধীনতা এনে দিতে পেরেছেন। এখন তার উত্তরসুরি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন।
বাংলাদেশ সময় : ১৫৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসএমএ/জেডএম