ময়মনসিংহ: ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শহরের টাউন হল মোড় থেকে বের হওয়া বিক্ষোভ-মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রলীগ নেতা সবুজ, তামিম, সানি, খোকন, হিরা, টিপু, হামিদুলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিক্ষোভ সমাবেশে আনসারুল্লাহ বাংলাটিমকে জামায়াত-শিবিরের ‘বি টিম’ উল্লেখ করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব বলেন, একাত্তরে আলবদর বাহিনীর আদলেই খালেদা জিয়া ও তার দলের লোকজন আনসারুল্লাহ বাংলাটিম সৃষ্টি করেছেন।
সিদ্দিকী নাজমুল আলমকে বুকের রক্ত ঢেলে দিয়ে রক্ষা করতে ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী প্রস্তুত রয়েছেন বলেও জানান ছাত্রনেতা রকিব।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
টিআই