ঢাকা: যুবদলের কার্যালয়ে সাংগঠনিক কর্মরত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের ওপর ‘কতিপয়’ দুর্বৃত্তের হামলার ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপি’র সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও যুবদলের সহ-সভাপতি কে এম আই খলিলুর রহমান।
কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার কথা বলা হয়েছে।
গত ১৪ জুন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় যুবদলের কার্যালয়ে সাংগঠনিক কর্মরত আবদুস সালাম আজাদের উপর ‘কতিপয় দুর্বৃত্ত’ অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এইচএ