হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ এলাকা থেকে জেলা নায়েবে আমিরসহ জামায়াতের ৫ নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১টার দিকে লাখাই উপজেলার বামৈ বাজার থেকে লাখাই থানা পুলিশ তাদের আটক করে।
আটক নেতারা হলেন- জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুর রহমান, হবিগঞ্জ পৌর জামায়াত সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, লাখাই উপজেলা জামায়াত আমীর নুর উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. লুৎফুর রহমান এবং যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশ বামৈ বাজারে অভিযান চালায়। এ সময় পুলিশ জামায়াতের ৫ নেতাকে আটক করে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসএইচ