ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাবি ছাত্রলীগের নেতৃত্বে আবিদ-প্রিন্স

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ঢাবি ছাত্রলীগের নেতৃত্বে আবিদ-প্রিন্স আবিদ আল হাসান ও মোতাহার হোসেন প্রিন্স

ঢাকা বিশ্ববিদ্যালয়: ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন আবিদ আল হাসান, আর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নিচ্ছেন মোতাহার হোসেন প্রিন্স।



গত ১১ জুন ঢাবিতে শাখা ছাত্রলীগের সম্মেলনের পর বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এই কমিটি ঘোষণা করা হলো।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের নেতৃত্বে আসা আবিদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন, আর প্রিন্স ছিলেন ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক।

বাংরাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।