ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ফেনীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে  রসূল ‍আহমেদ মানিক (২৮) নামে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ভাঙ্গার পুল এলাকায় এ ঘটনা ঘটে।



মোহাম্মদ মানিক ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে ও বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুরে বালিগাঁওয়ের মধুয়াই এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিনের (হাতকাটা বাহার) সমর্থক উজ্জ্বল মেম্বারের সঙ্গে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় নিজাম হাজারীর সমর্থকরা উজ্জ্বল মেম্বারকে মারপিট করেন।

এ ঘটনার পর চেয়ারম্যান বাহার উদ্দিনের সমর্থক ও যুবলীগ নেতা মানিক সিএনজি চালিত অটোরিকশায় ইউনিয়েনের ভাঙ্গার পুল এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

এ সময় স্থানীয়রা তাকে প্রথমে ফেনী আধুনিক সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা যুবলীগের আহ্বায়ক শুসেন চন্দ্র শীল বাংলানিউজকে জানান, নিহত মানিক বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি। তাকে মেরেছে এলাকার চিহ্নিত সন্ত্রসী যুবলীগ নামধারী মিষ্টারসহ তার দলবল।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক তারিক বাংলানিউজকে জানান, তিনি এধরনের খবর পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।