ঢাকা: জামায়াতসহ সব বিরোধীদলের আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সংগঠনের ঢাকা মহানগরীর আমির রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল এ দাবি জানান।
পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে বিবৃতিতে নেতারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা ও জনগণ যেন নির্বিঘ্নে ইবাদত বন্দেগি করতে পারেন এজন্য জামায়াতসহ সব বিরোধীদলের নেতাকর্মীদের গণগ্রেফতার, নিপীড়ন বন্ধ ও অবিলম্বে আটক রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি নেতারা আহবান জানান।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ১৮,২০১৫
এলকে/জেডএস