ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে ছাত্রশিবির নেতা আনছারুল্লাহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
মানিকগঞ্জে ছাত্রশিবির নেতা আনছারুল্লাহ গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ইসলামী ছাত্র শিবিরের সহ সভাপতি আনছারুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই নেতার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকসহ ৬টি মামলা রয়েছে।



বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফ্রিং এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার গভীর রাতে মানিকগঞ্জ শহরের ওয়ারলেস গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, আনছারুল্লাহ ছিলো মানিকগঞ্জের নাশকতারমূলক কর্মকাণ্ডের অন্যতম হোতা। মানিকগঞ্জের জন্য হুমকি ছিলো এই শিবির নেতা। তার বিরুদ্ধে এ পর্যন্ত ৬টি মামলা রয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবির নেতা আনছারুল্লাহ জানায়, কেন্দ্রীয় শিবিরি নেতা আব্দুল্লাহ আল নোমানের নির্দেশে তিনি মানিকগঞ্জে বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড চালাতো।
 
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।