খুলনা: খুলনায় ইমরান সজীব আকন্দ (২৮) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে লবনচরা থানার রূপসী রূপসার মান্দ্রা খালের পাশে এ ঘটনা ঘটে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয়রা সজীব আকন্দকে মান্দ্রা খালের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ আহত সজিব আকন্দকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত সজিব আকন্দ নিজেও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। কিছুদিন আগে তিনি একটি হত্যা মামলায় জেল থেকে বের হয়েছেন। তিনি জলমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবলীগ কর্মী।
স্থানীয়রা জানান, সজীব আকন্দের মান্দ্রা খালের পাড়ে মাছের ঘের রয়েছে। সেখানে তিনি দুপুরে মটরসাইকেল নিয়ে এসেছিলেন। এসময় ১০-১৫ জন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এমআরএম/বিএস